সড়ক অবরোধ : নিউমার্কেট, ধানমন্ডিতে যানজট
পরীক্ষার কেন্দ্র পাল্টানোর দাবিতে রাজধানীর সাইন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করেছে সিটি কলেজের উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) পরীক্ষার্থীরা। এতে নীলক্ষেত থেকে মিরপুর রুট পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনায় এলিফেন্ট রোড, নিউ মার্কেট, কলাবাগান ও ধানমন্ডি এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
রোববার দুপুরে রাজধানীর সিটি কলেজের সামনে তারা সড়ক অবরোধ করে। শিক্ষার্থী সিফাত জানায়, প্রতিবছর সিটি কলেজের এইচএসসি শিক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র হিসেবে ধানমন্ডি ল্যবরেটরি স্কুলকে বাছাই করা হয়। তবে এবার ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজকে কেন্দ্র হিসেবে বাছাই করা হয়েছে। এতে যানজটের কারণে নারায়নগঞ্জ-যাত্রাবাড়ীতে বসবাসরত শিক্ষার্থীদের সময়মত পরীক্ষা কেন্দ্রে আসা নিয়ে সংশয় দেখা দিয়েছে।
কেন্দ্র পরিবর্তনের ঘোষণা না দেয়া পর্যন্ত তারা সড়কে অবস্থান করবে বলে জানান সিফাত।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম সিদ্দিকী জাগো নিউজকে বলেন, সড়কটি এখনো অবরোধ রয়েছে। পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এআর/একে/আরআইপি