বাংলাদেশে বাণিজ্য বাড়াতে আগ্রহী ব্রিটিশ ব্যবসায়ীরা
বাংলাদেশে ব্রিটিশ ব্যবসায়ীরা বাণিজ্য বাড়াতে আগ্রহী বলে জানিয়েছেন যুক্তরাজ্যের নব নিযুক্ত হাইকমিশনার এলিসন ব্লেইক। রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ কথা জানান।
হাই কমিশনার বলেন, বাংলাদেশে ব্রিটিশ ব্যবসায়ীরা ব্যবসা বাড়াতে আগ্রহী, বিশেষ করে জ্বালানি খাতে। বাংলাদেশের উন্নয়নে যুক্তরাজ্য সরকার সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান এলিসন।
সাক্ষাতকালে যুক্তরাজ্য পার্লামেন্টে বাংলাদেশি বংশোদ্ভুত তিন সংসদ সদস্য বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার কন্যা টিউলিপ রেজওয়ানা সিদ্দিক, সংসদ সদস্য রুশনারা আলী ও রূপা হকের প্রশংসা করেন হাই কমিশনার।
দায়িত্বপালনকালে দুই দেশের সর্ম্পক বৃদ্ধিতে কাজ করবেন বলেও প্রধানমন্ত্রীকে জানান তিনি। প্রধানমন্ত্রীর সঙ্গে অমর একুশে বইমেলা ঘুরে দেখার অনুভূতি ব্যক্ত করেন এলিসন।
এসময় নতুন হাই কমিশনারকে স্বাগত জানিয়ে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন প্রধানমন্ত্রী । দুই দেশের চলমান সর্ম্পকে সন্তোষ প্রকাশ করে এ সর্ম্পক ভবিষ্যতে আরো শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন শেখ হাসিনা।
তথ্য-প্রযুক্তিতে বাংলাদেশের অসাধারণ অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আমরা ইন্টারনেট সেবাকে সারা দেশে ছড়িয়ে দিয়েছি। এখন অনলাইনে ২৫৭ ধরনের সেবা দেয়া হচ্ছে।
বাংলাদেশের মানুষ প্রযুক্তি বান্ধব বলেও এলিসনকে জানান প্রধানমন্ত্রী। জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের নেয়া বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন শেখ হাসিনা।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী আর্ন্তজাতিক উপদেষ্টা গওহর রিজভী, প্রধানমন্ত্রী কার্যালয় সচিব সু্রাইয়া বেগম, প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।
এসএ/এসকেডি/আরআইপি