কমলনগরে বাসচাপায় মাদ্রাসাছাত্র নিহত
লক্ষ্মীপুরের কমলনগরে যাত্রীবাহী বাসের চাপায় আবদুল মন্নান (১০) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। রোববার সকালে রামগতি-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের ফোরকানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মন্নান উপজেলার চরজাঙ্গালীয়া এলাকার জাকির হোসেনের ছেলে এবং স্থানীয় আনন্দবাজার দারুল ফালাহ কাউমী মাদ্রাসার প্রথম জামায়াতের ছাত্র।
এদিকে, দুর্ঘটনার পর এলাকাবাসী গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে। এসময় কয়েক ঘণ্টা সব ধরনের যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আনন্দবাজার দারুল ফালাহ কাউমী মাদ্রাসার সহকারী শিক্ষক জামাল উদ্দিন জানান, মন্নান বাইসাইকেল নিয়ে বাড়ি থেকে হাজিরহাট বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে মাইশা পরিবহনের (ঢাকা-জ-১৪-০১২৭) একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মন্নানের মৃত্যু হয়।
কমলনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মেদ জানান, ঘটনার পর বাসচালক পালিয়ে যাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
কাজল কায়েস/এআরএ/এবিএস