পিয়ংইয়ংকে যুক্তরাষ্ট্রের কড়া হুঁশিয়ারি
উত্তর কোরিয়ার দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষার জন্য চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও রোববার সকালের দিকে ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় পিয়ং ইয়ং।
ব্রিটেনের প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, কক্ষপথে পৃথিবী পর্যবেক্ষণকারী একটি উপগ্রহ সফলভাবে পাঠানো হয়েছে বলে জানিয়েছে উ.কোরিয়া। তবে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে হামলা চালাতে সক্ষম এমন প্রযুক্তি আয়ত্ব করার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে বলে পেন্টাগন এবং এর মিত্ররা দাবি করছেন।
রোববার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশন বলছে, দেশের প্রয়াত নেতা কিম জং উনের নির্দেশের সফল পরীক্ষা চালানো হয়েছে।
এদিকে, কোরীয় উপদ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েন নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শিগগিরই শুরু করা হবে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়া ও পেন্টাগনের প্রতিরক্ষা কর্মকর্তারা। তবে চীন মার্কিন ক্ষেপণাস্ত্র মোতায়েন পরিকল্পনার তীব্র বিরোধিতা করছে। উত্তর কোরিয়ার রকেট নিক্ষেপের পর দ. কোরিয়া ও মার্কিন কর্মকর্তারা এ তথ্য জানান।
সিউলে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নীতি বিষয়ক পরিচালক রু জে সেয়াং বলেন, দ. কোরিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনের সম্ভাব্যতা নিয়ে আনুষ্ঠানিক আলোচনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এসআইএস/আরআইপি