স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে সস্ত্রীক বখাটে আটক
সাভারের আশুলিয়ায় ৫ম শ্রেণি পড়ুয়া এক স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ৬৩ পিস ইয়াবা ও কথিত স্ত্রীসহ বিজু নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার সকাল ১১টার দিকে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় বিজুর ভাড়া বাসা থেকে তাকে ও তার কথিত স্ত্রীকে আটক করা হয়।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, গত বৃহস্পতিবার দুপুরে ধর্ষণের শিকার ওই স্কুল ছাত্রী স্কুল থেকে বাসায় ফেরার পথে অভিযুক্ত বিজু তার বন্ধু লতিফের সহায়তায় স্কুল ছাত্রীকে কৌশলে নিজ ভাড়া বাসায় নিয়ে আটক রাখে। পরে ওই স্কুল ছাত্রীর উপর পাশবিক নির্যাতন চালায় বখাটে বিজু। এবং এই ঘটনা পরিবারর সদস্যদের জানালে মেরে ফেলার হুমকি দিয়ে ছেড়ে দেয়া হয় স্কুল ছাত্রীটিকে।
পরে বাড়ি ফিরে পরিবারের সদস্যদের বিষয়টি জানায় ওই স্কুল ছাত্রী। এরপর তারা বাবা বাবু মিয়া শনিবার রাতে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দিলে পুলিশ আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় বিজুর ভাড়া বাসা থেকে কথিত স্ত্রীসহ তাকে আটক করে। এসময় তার কাছে ৬৩ টি পিস ইয়াবাও পাওয়া যায়।
পুলিশের এই কর্মকর্তা আরো জানান, শিশুটি শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আল-মামুন/এসএইচএস/আরআইপি