বেনাপোলে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা


প্রকাশিত: ১০:২২ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

যশোরের বেনাপোলে মুক্তা খাতুন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রোববার সকালে উপজেলার গয়ড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মুক্তা বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী ও গয়ড়া গ্রামের হোসেন আলীর মেয়ে। এসএসসি পরীক্ষার আগে একই এলাকার জামাল উদ্দিনের সঙ্গে তার বিয়ে হয়।

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান, পারিবারিক কলহের জের ধরে সকালে মুক্তা খাতুন বসতঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

জামাল হোসেন/এফএ/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।