বিএম কলেজ ছাত্রলীগের মিছিলে পুলিশের লাঠিচার্জ


প্রকাশিত: ১০:১৮ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬
ফাইল ছবি

এক ছাত্রকে কুপিয়ে আহত করার ঘটনায় দায়েরকৃত মামলায় সাধারণ শিক্ষার্থীদের আসামি করার প্রতিবাদে বিএম কলেজে ছাত্রলীগের একাংশের ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়। পরে তা পুলিশের ধাওয়ায় পণ্ড হয়ে যায়।

এসময় পুলিশের লাঠিচার্জে এক ছাত্র আহত হয়েছেন। সম্প্রতি কলেজ একাডেমিক কাউন্সিলের সভায় ক্যাম্পাসে মিছিল-মিটিং নিষিদ্ধ করা হয়। এর প্রেক্ষিতে রোববার বেলা ১২টার দিকে কলেজের সামনের সড়কে মিছিল করে করে ছাত্রলীগের একাংশ।

ছাত্রলীগ কর্মী হাবিব বিশ্বাস, রাসেল, বাবু, পারভেজ ও শহনেওয়াজের নেতৃত্বে মিছিলটি কিছু দূর গেলে তাদের ধাওয়া করে পুলিশ। এসময় পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন জানান, কলেজের সামনের সড়কে ছাত্রদের মিছিল থেকে যানবাহনে ক্ষতিসাধন কিংবা জনভোগান্তির সৃষ্টি হতে পারে এই আশঙ্কায় তাদের সরিয়ে দেয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বিএম কলেজ ছাত্র সংসদের বিকল্প হিসেবে গঠিত ছাত্র কর্ম পরিষদের ভিপি মঈন তুষার জানান, পাওনা টাকা নিয়ে বিরোধের জের ধরে গত সপ্তাহে ছাত্র কর্ম পরিষদের ক্রীড়া সম্পাদক ফয়সাল আহমেদ মুন্নাকে কুপিয়ে আহত করে কলেজের এক শিক্ষার্থী। এ ঘটনায় থানায় দায়েরকৃত মামলায় সাধারণ শিক্ষার্থীদের আসামি করা হয়। এর প্রতিবাদে মিছিল বের করলে পুলিশ সাধারণ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়।

সাইফ আমীন/এআরএ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।