বইমেলায় হাসান ইকবালের নতুন বই
অমর একুশে বইমেলায় এসেছে তরুণ গবেষক ও প্রবন্ধিক হাসান ইকবালের প্রবন্ধগ্রন্থ ‘ভাষা, নারী ও পুরুষপুরাণ’। বইটিতে কীভাবে পুঁজিবাদী বিশ্বব্যবস্থায় নারীকে খাঁচার ভেতর বন্দি রেখে পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতেই নারীর অধিকার, ক্ষমতায়ন ও স্বাধীনতা প্রভৃতি মূল্যায়িত হয়- তা আলোচনা করা হয়েছে।
পাশাপাশি বলা হয়েছে- পুরুষতান্ত্রিক ভাষার নেতিবাচক (গালি) শব্দ ব্যবহারের মাধ্যমে নারীর সৃষ্টিশীলতা ও মনোজগতকে ভেঙেচুরে গুড়িয়ে দেয় পুরুষরা। ভাষা কেন আধিপত্যবাদের কবলে পতিত? ভাষাগত এই বৈষ্যমের প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হয়েছে এ গ্রন্থে।
বর্তমান সময়ে নারী ও পুরুষের প্রতি ভাষার আলাদা দৃষ্টিভঙ্গি এবং ব্যবহার, শব্দচয়নে পুরুষের প্রতি ভাষার প্রবল পক্ষপাতিত্ব এবং নারীর প্রতি ভাষার উদাসীনতার বিষয়টিও আলোচনায় উঠে এসেছে প্রবলভাবে।
এ গ্রন্থে নারীর অধস্তনতা বা নেতিবাচক দিক তুলে ধরার পাশাপাশি সমাজের লৈঙ্গিক রাজনীতি কীভাবে ভাষাকে পক্ষপাতিত্ব করে নারীকে অবদমন করছে- সেই অন্ধকারের ছবির স্বরূপ সন্ধান করছেন লেখক।
এ গ্রন্থের পাঁচটি অধ্যায়ে মোট চৌদ্দটি প্রবন্ধ অন্তর্ভূক্ত করা হয়েছে। লিঙ্গ, নারী, লৈঙ্গিক রাজনীতি, ভাষিক নিপীড়ন ও লিঙ্গ নিরপেক্ষ ভাষা নিয়ে যারা গবেষণা ও লেখালেখি করছেন এ গ্রন্থটি তাদের বেশ কাজে লাগবে।
অমর একুশে গ্রন্থমেলা ২০১৬ উপলক্ষে বইটি প্রকাশ করেছে ‘অবসর প্রকাশনা সংস্থা’। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী মোস্তাফিজ কারিগর। ৩২০ পৃষ্ঠার বইটির মূল্য ৩৭৫ টাকা। বইমেলায় বইটি পাওয়া যাচ্ছে অবসর প্রকাশনা সংস্থার ৪ নম্বর স্টলে।
এসইউ/এবিএস