স্মার্টফোন চুরির দায়ে নির্মম শাস্তি বানরের (ভিডিও)


প্রকাশিত: ০৯:৫৮ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

ক্ষুধার জ্বালা মেটাতে কত কিছুই না করছে মানুষ। কেউ হাজার টাকার খাবার নষ্ট করছে তো কেউ ডাস্টবিনে ফেলে দেয়া খাবার সংগ্রহ করে খাচ্ছে। তবে এ রকমই ক্ষুধা মেটাতে উঠে পড়েছিল একটি বানর।

monkey-torture-india
ক্ষুধা নিবারণে ভারতের বাণিজ্যনগরী মুম্বাইয়ের সিওনের একটি বাড়ি থেকে স্মার্টফোন নিয়ে পালিয়ে যায় ওই বানর। বানর কি আর জানে এজন্য তাকে কঠিন শাস্তির মুখোমুখি হতে হবে। অবিশ্বাস্য হলেও সত্য সিওনের এলাকার বাসিন্দারা এক বানরকে ধরে, বেঁধে বন্দি করে কয়েক ঘণ্টা। দুটি হাত পেছনে নিয়ে কষে বেঁধে রাখা হয় দড়ি দিয়ে; শুধু কি তাই উপুড় করে বসিয়ে রাখা হয় এই নিরীহ প্রাণীকে।

monkey-torture
ডেইলি মেইলের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত ছয় মাস ধরে ওই এলাকার বাসিন্দারা বানরটির হয়রানির শিকার হচ্ছেন বলে অভিযোগ করে আসছেন। বানরটির বিরুদ্ধে ওই এলাকার কিছু বাড়ি থেকে খাবার চুরি সহ স্থানীয় দোকানের বালিশ ছিঁড়ে ফেলারও অভিযোগ রয়েছে। পরে একজন দক্ষ লোককে দিয়ে ওই বানরটিকে আটক করে স্থানীয়রা।



এসআইএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।