নরসিংদীতে অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মীভূত
নরসিংদীর সাহেপ্রতাপ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২টি স্বর্ণালংকারের দোকানসহ অন্তত ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। রোববার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষ্যদর্শী ও ফায়ার সার্ভিস জানায়, আজ দুপুরে সাহেপ্রতাপ বাজোরের একটি ইলেক্ট্রিকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে দমকল বাহিনীর ৩টি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রাথমিকভাবে নিরুপণ করা সম্ভব হয়নি।
সঞ্জিত সাহা/এসএস/আরআইপি