নাটোরের সাংবাদিকরা থাকবেন আমার হৃদয়ের মণিকোঠায়


প্রকাশিত: ০৯:৪৫ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

নাটোরের বিদায়ী জেলা প্রশাসক যুগ্ম সচিব মশিউর রহমান বলেছেন, যেখানেই থাকি নাটোরের সাংবাদিকরা থাকবেন আমার হৃদয়ের মণিকোঠায়। পেশাগত দায়িত্ব পালনে এখানকার সাংবাদিকদের যে সহায়তা পেয়েছি দেশের কোথাও তেমন সহায়তা পাইনি।

নাটোর প্রেসক্লাব আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
 
শনিবার রাতে নাটোর প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

মশিউর রহমান তার বক্তব্যে আরো বলেন, সরকারি কর্মকর্তাদের মধ্যে অনেক সময় সাংবাদিক ভীতি কাজ করলেও আমি এর পেছনে কোনো যৌক্তিক কারণ খুঁজে পাইনি আমার কাছে মনে হয়েছে এটা আমাদের হীনমন্যতা ছাড়া কিছুই নয়। আমি বিষয়টির বাইরে এসে মিডিয়ার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। যার ফলে সাংবাদিকদের সব ধরনের সহায়তা পেয়ে আমাদের কাজ ত্বরান্বিত হয়েছে।

দেশের সর্ববৃহৎ সড়ক দুর্ঘটনা বড়াইগ্রাম ট্র্যাজিডির কথা উল্লেখ করে তিনি বলেন, নাটোরের কর্মরত সাংবাদিকদের সহায়তার ফলেই বিষয়টি সুন্দরভাবে কভার করা সম্ভব হয়েছে।

প্রেসক্লাব সদস্য পরিতোষ অধিকারীর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি রনেন রায়, সাধারণ সম্পাদক দুলাল সরকার, মানবজমিন প্রতিনিধি নাটোর সংবাদের সম্পাদক ইসাহাক আলী, প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক বুলবুল আহম্মেদ ও সাহিত্য সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।
 
রেজা/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।