প্রথমবারের মতো রিটেইল বিজনেস কংগ্রেস অনুষ্ঠিত
দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ‘বাংলাদেশ রিটেইল বিজনেস কংগ্রেস’। ‘টেকসই খুচরা ব্যবসায়ে উত্তরণ’ - এ প্রতিপাদ্যে শনিবার অনুষ্ঠিত হয় এ বিজনেজ কংগ্রেস।
দিনব্যাপী এ সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপনের জন্য বেশ কয়েকটি অধিবেশনের আয়োজন করা হয়। আলোচনা অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশেষজ্ঞ ও স্থানীয় রিটেইল সেক্টর বা খুচরা খাতের বিশেষজ্ঞরা অংশ নেন। ‘বাংলাদেশ খুচরা বিক্রয় সম্মেলন’ শীর্ষক এই আয়োজন মূলত রিটেইল বিজনেস বা খুচরা ব্যবসায় সংক্রান্ত জ্ঞান বিনিময়ের মঞ্চ হয়ে ওঠে। এতে সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, ভোক্তা প্রবণতা, প্রযুক্তিগত উদ্ভাবন ও ব্যবসয়িক কৌশল নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
মূল প্রবন্ধ উপস্থাপনের তিনটি অধিবেশন পরিচালনা করেন যথাক্রমে ফিউচার গ্রুপের বেঙ্গল ওয়ারিয়র্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও কাস্টমার স্ট্র্যাটেজির, হাইপারসিটি রিটেইল ইন্ডিয়া লিমিটেডের আইটি ও লজিস্টিকসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইয়াকিন গাজি এবং ল্যান্ডর মুম্বাইয়ের ক্রিয়েটিভ ডাইরেক্টর কুরনাল রাওয়াল।
সম্মেলনে স্থানীয় আলোচকদের মধ্যে ছিলেন- আগেরা সুপার মার্কেটসের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), ক্রস্টিোফি এচভিারড হাতিল কমপ্লেক্স লিমিটেডের বিপণন পরিচালক মশিউর রহমান, মীনা বাজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহীন খান, বেক্সিমকো লিমিটেডের গ্রুপের ডাইরেক্টর ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ নাভিদ হুসেইন।
এছাড়া প্যানেল আলোচনায় স্থানীয়দের মধ্যে অংশ নেন- এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সৈয়দ নাসিম মঞ্জুর, এসিআই লজিস্টিকস লিমিটেডের (স্বপ্ন) নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, রহিম আফরোজ গ্রুপের পরিচালক নিয়াজ রহিম এবং ইপিলিয়ন গ্রুপের বিজনেস ডেভেলপমেন্টের ডিজিএম রেজাউল কবির।
আরএস/আরআইপি