মালদ্বীপের উদ্দেশ্যে ইউজিসি চেয়ারম্যানের ঢাকা ত্যাগ
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান মালদ্বীপের উদ্দেশ্যে রোববার ঢাকা ত্যাগ করেছেন। গভর্নিং বোর্ড অব সাউথ এশিয়ান ইউনিভার্সিটির ৮ম সভায় যোগদানের জন্য তিন মালদ্বীপ গেছেন বলে ইউজিসি সূত্র জানিয়েছে।
০৯ ফেব্রুয়ারি অনুষ্ঠানে যোগদান শেষে আগামী ১০ ফেব্রুয়ারি তার দেশে ফেরার কথা রয়েছে।
এনএম/এএইচ/এমএস