ঢাকার ২৩৬টি বাজারে ফরমালিন টেস্টিং বুথ


প্রকাশিত: ০৬:৫৮ এএম, ১৬ জুলাই ২০১৪

রাজধানী ঢাকা শহরের ২৩৬টি বাজারে আগামী এক সপ্তাহের মধ্যে ফরমালিন টেস্টিং বুথ স্থাপন করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার বেনজীর আহমেদ। বুধবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা জানান।

ডিএমপি কমিশনার বলেন, আগামী ৭/৮ দিনের মধ্যে রাজধানীর ২৩৬টি ছোট-বড় বাজারে ফরমালিন টেস্টিং বুথ স্থাপন করা হবে। এ কাজে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা পুলিশকে সহায়তা করবেন। তারা নামমাত্র মূল্যে এ সেবা প্রদান করবেন।

এর আগে মঙ্গলবার দেশের প্রত্যেক বাজারে ফরমালিন টেস্টিং বুথ স্থাপনের আদেশ দিয়ে একটি রায় দেন হাইকোর্ট।

সার্ক কালচালাল সোসাইটি নামে একটি সংগঠনের উদ্যোগে ‘বিষমুক্ত খাবার: সাধারণ মানুষের অধিকার’ শীর্ষক এ আলোচনা সভার আলোচনা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।