সিলেটে বিএনপির সভাপতি শামীম সম্পাদক আলী আহমদ
গোপন ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। কাউন্সিলরদের ভোটে জেলা কমিটির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন আবুল কাহের চৌধুরী শামীম, সাধরাণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সাবেক সাংগঠনিক সম্পাদক আলী আহমদ। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে সমান ভোট পেয়েছেন এমরান আহমদ চৌধুরী ও হাসান আহমদ পাটোয়ারি রিপন।
এদিকে সিলেট মহানগর বিএনপির সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন বদরুজ্জামান সেলিম। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মিফতাহ সিদ্দিকী নির্বাচিত হয়েছেন।
জেলা বিএনপির সভাপতি পদে দিলদার হোসেন সেলিমকে পরাজিত করে নির্বাচিত হন আবুল কাহের শামীম। আর সাধারণ সম্পাদক পদে আলী আহমদের কাছে পরাজিত হন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ও আবদুল মান্নান।
এই কমিটির সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বী ছিলেন ৭জন। তারা হলেন- হাসান আহমদ পাটোয়ারি রিপন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এমরান আহমদ চৌধুরী, আবদুল আহাদ খান জামাল, সিদ্দিকুর রহমান পাপলু, অধ্যক্ষ জিল্লুর রহমান শোয়েব, মইনুল হক ও মুজিবুর রহমান।
অপরদিকে মহানগর বিএনপির আহ্বায়ক ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী ও সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জ্বালালি পংকিকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন নাসিম হোসাইন। আর সাধারণ সম্পাদক পদে বদরুজ্জামান সেলিমের কাছে পরাজিত হন বিএনপি নেতা ফরহাদ চৌধুরী শামীম ও রেজাউল হাসান লোদী (কয়েস লোদী)।
সাংগঠনিক সম্পাদক পদে মিফতা সিদ্দিকীর কাছে পরাজিত হন হুমায়ুন কবীর শাহিন, এমদাদ হোসেন চৌধুরী, আজমল বক্ত সাদেক ও হুমায়ুন আহমদ মাসুক।
কাউন্সিলররা গোপন ব্যালেটের মাধ্যমে ভোট দিয়ে সিলেট জেলা ও মহানগর বিএনপির নেতা নির্বাচন করেন। রোববার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ১৩২ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ছামির মাহমুদ/এসএস/এমএস