সিটি কলেজের সামনে সড়ক অবরোধ : যান চলাচল বন্ধ
পরীক্ষার আসন পাল্টানোর দাবিতে সিটি কলেজের সামনে সড়ক অবরোধ করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। এর ফলে নীলক্ষেত থেকে মিরপুর রুট পর্যন্ত সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। রোববার দুপুরে রাজধানীর সিটি কলেজের সামনে তারা সড়ক অবরোধ করে।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে সিটি কলেজের সামনে সড়ক অবরোধ করায় সায়ন্স ক্লাব মোড় থেকে শাহবাগ মোড়, নিউ মার্কেট এবং মিরপুরে রোডে যান চলাচল বন্ধ রয়েছে।
এআর/জেএইচ/এমএস