চট্টগ্রামে পুকুরে গোসলে নেমে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৬:৪৫ পিএম, ১২ সেপ্টেম্বর ২০২২
প্রতীকী ছবি

চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী সরাইপাড়া এলাকায় পুকুরে ডুবে সাইফুল ইসলাম (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১টার দিকে স্থানীয় লালমিস্ত্রি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম সরাইপাড়া এলাকার জয়নাল আবেদিনের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানায়, সকালে পুকুরে গোসলে নেমে ডুবে যায় সাইফুল। প্রায় চারঘণ্টা পরে পুকুরে তল্লাশি চালিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, সকালে সাইফুল ইসলাম পুকুরে সাঁতার কাটতে নেমে ডুবে যায়। দীর্ঘক্ষণ খোঁজাখুজি করে না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ দুপুর সোয়া ১২টার দিকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ইকবাল হোসেন/এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।