নয়াপল্টনে ছাত্রদল নেতাদের উচ্ছ্বাস


প্রকাশিত: ০৮:২৮ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

কমিটিতে স্থান পাওয়ায় বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আনন্দ মিছিল করেছে ছাত্রদল। রোববার সকাল থেকে কার্যালয়ে সামনে অবস্থান নিয়ে উল্লাস করেছেন তারা। এ সময় ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় নতুন কমিটির নেতাদেরকে।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ রাজধানীর বিভিন্ন ইউনিটের নেতারা মিছিলসহ নয়াপল্টন কার্যালয়ের সামনে এসে জড়ো হন। এসময় তারা সংশ্লিষ্ট ইউনিটের নেতাদের পক্ষে আনন্দ মিছিল করে তাদেরকে স্বাগত জানান।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল বাসার সিদ্দিকী বলেন, দীর্ঘদিন পর হলেও কমিটি হওয়ায় কাজের গতি অনেক বেড়ে যাবে। সরকার বিরোধী আন্দোলনে নতুন কমিটির নেতারা জোড়ালো ভূমিকা রাখবেন বলেও অাশাবাদ ব্যক্ত করেন তিনি।

কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি করিম সরকার বলেন, কিছুটা অসঙ্গতি থাকলেও ভাল কমিটি হয়েছে। আশা করি, আন্দোলন এবার সফলতার মুখ দেখবে।

এমএম/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।