১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করছে শ্রীলঙ্কা


প্রকাশিত: ০৭:৫৩ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিতে ইংল্যান্ডের দেওয়া ১৮৫ রানের লক্ষ্যে ব্যাট করছে শ্রীলঙ্কা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত লঙ্কানদের সংগ্রহ ১৪ ওভার শেষে ১ উইকেট হারিয়ে ৮০ রান।

এর আগে রোববার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে লঙ্কান যুবাদের তোপের মুখে পড়ে ৪৯.২ ওভারে মাত্র ১৮৪ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে কালাম টেইলর সর্বোচ্চ ৪২ রান করেন। এছাড়া বেন গ্রিন ২৬, জর্জ বার্টলেট ২৫, ব্রাড টেইলর ২২ ও স্যাম কুরান করেন ২৫ রান। শ্রীলঙ্কার হয়ে ওয়ানিদু হাসারাঙ্গা তিনটি এবং আসিথা ফার্নান্দো নেন দুটি করে উইকেট।

আগের দুই কোয়ার্টারে দারুণ জয় দিয়ে সেমি-ফাইনালে উন্নীত হয়েছে বাংলাদেশ ও ভারত। ইংল্যান্ড ও শ্রীলঙ্কার মধ্যে জয়ী দলটি ফাইনালে উঠার লড়াইয়ে ভারতের মুখোমুখি হবে। আর বাংলাদেশ খেলবে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার কোয়ার্টারে জয়ী দলটির বিপক্ষে।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।