বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নিতে চায় ভারত


প্রকাশিত: ০৭:২৫ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশের সঙ্গে চলমান সুসর্ম্পককে নতুন উচ্চতায় নিতে চায় ভারত। বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে সর্ম্পককে ভারত সবচেয়ে বেশি গুরুত্ব দেয়। আমরা এ সর্ম্পককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাই।’

রোববার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এ কথা বলেন হর্ষবর্ধন। সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের দেয়া একটি বক্তব্যের উদ্ধৃতি দিয়ে হাইকমিশনার বলেন, শেখ হাসিনার সরকারকে ভারত সব ধরনের সহযোগিতা দিয়ে যাবে।

গত সাত বছরে বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি ও প্রবৃদ্ধি ৬.৫৫ শতাংশ অর্জনের প্রশংসা করে হর্ষবর্ধন বলেন, এটা সত্যিই অসাধারণ অর্জন। ২০২১ সালে মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হতে বাংলাদেশের লক্ষ্যমাত্রার কথা উল্লেখ করে তিনি বলেন, এটা অর্জন সম্ভব।

দুই দেশের জনগণের মধ্যে যাতায়াত বাড়াতে সীমান্তে আরো চেকপোস্ট বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন হাই কমিশনার।
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী হিন্দিসহ ভারতের অন্যান্য ভাষায় অনুবাদ করার আগ্রহ প্রকাশ করেন হাইকমিশনার।
ভারতে বাংলাদেশের রফতানি বৃদ্ধির কথা তুলে ধরেন হাই কমিশনার।

সার্ক স্যাটেলাইট চালুর বিষয়টি তুলে ধরে হর্ষবর্ধন বলেন, বাংলাদেশ এতে যোগদান করতে পারে। জ্বালানি খাতে ভারতীয় কোম্পানিগুলো বিনিয়োগে আগ্রহী বলে জানান হাই কমিশনার।

সাক্ষাতকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন হাই কমিশনারকে স্বাগত জানিয়ে সব ধরনের সহযোগিতার করার আশ্বাস প্রদান করেন। প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভারতের অবদানের কথা স্মরণ করেন। আঞ্চলিক দারিদ্র থেকে মুক্তি পেতে সবার সম্মিলিত সহযোগিতার ওপর জোর দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৬৫ সালের আগে বাংলাদেশের সঙ্গে ভারতের স্থল রুটগুলোর চালুর ওপর গুরুত্বারোপ করেন। বিদ্যুৎ সমস্যা সমাধানের ভারত, নেপাল ও ভুটানের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
সীমান্ত চুক্তির জন্য ভারতের সব রাজনৈতিক দলকে ধন্যবাদ জানান তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর আর্ন্তজাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও প্রেস সচিব ইহসানুল করিম।

এসএ/আরএস/এসএইচএস/আরআইপি


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।