চট্টগ্রামে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নে পুকুরে ডুবে তুষার মজুমদার (৮) ও তনুশ্রী মজুমদার (৬) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে।
রোববার (১১ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে আনোয়ারা ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের নারায়ণ দত্তের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- উপজেলার ছয় নম্বর বারখাইন ইউনিয়নের পঞ্চ ফকিরের কালিবাড়ীর শ্যামল মজুমদারের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, শ্যামল মজুমদার পেশায় সিএনজিচালিত অটোরিকশাচালক। তিনি পরিবার নিয়ে সদর ইউনিয়নের নারায়ণ দত্তের বাড়িতে ভাড়া থাকতেন। নিহত দুই ভাই-বোন আনোয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ও শিশু শ্রেণির শিক্ষার্থী। তারা রোববার স্কুল থেকে বাড়ি ফিরে পুকুরে গোসল করতে যায়। এসময় তাদের মা শ্রাবণী মজুমদার চাল কিনতে পাশের দোকানে যান। চাল নিয়ে ফিরে দুই সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকেন। পরে স্থানীয় লোকজন পুকুরে তল্লাশি করে তাদের সন্ধান পায়। পরে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রেজুয়ানা আহমেদ বলেন, দুপুরের দিকে পানিতে ডুবে যাওয়া দুই শিশুকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে।
ইকবাল হোসেন/আরএডি/জিকেএস