চুয়াডাঙায় পাওয়ার টিলার উল্টে নিহত ১
চুয়াডাঙা-ঝিনাইদহ সড়কের সরোজগঞ্জের নবিননগরে পাওয়ার টিলার উল্টে রান্নু (৩০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় চালক শরিফুল (৫০) আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রান্নু ঝিনাইদহ সদর উপজেলার তেতুলবাড়ীয়ার আতর আলীর ছেলে এবং আহত শরিফুল একই গ্রামের আজিবরের ছেলে।
পুলিশ জানায়, শনিবার রাতে রান্নু এবং শরিফুল পাওয়ার টিলারে বিচালি ভর্তি করে বিক্রির জন্য ঝিনাইদহ থেকে চুয়াডাঙায় আসছিল। পরে তারা সরোজগঞ্জ নবিননগরে পৌঁছালে পাওয়ার টিলারটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ সময় চালক শরিফুল আহত হলেও পাওয়ার টিলারের উপরে বসে থাকা রান্নু এর নিচে চাপা পড়ে।
পরে রাস্তায় টহলরত র্যাব-৬ এর সদস্যরা ঘটনাটি দেখতে পেয়ে আহত শরিফুলকে চুয়াডাঙা সদর হাসপাতালে ভর্তি করে এবং পুলিশ ঘটনাস্থল থেকে নিহত রান্নুর মরদেহ উদ্ধার করে। রাত ২টার দিকে হাসপাতাল থেকে রান্নুর মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং আহত শরিফুল প্রাথমিক চিকিৎসা নিয়ে রাতেই বাড়ি ফিরে যায়।
সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের ইনচার্জ আজিজুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সালাউদ্দীন কাজল/এফএ/এসএস/এমএস