সিরিয়ার প্রেসিডেন্ট আসাদের মায়ের মৃত্যু


প্রকাশিত: ০৬:১০ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের মা ও সাবেক ফার্স্ট লেডি আনিসা ৮৬ বছর বয়সে মারা গেছেন। রাজধানী দামেস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। প্রেসিডেন্ট আসাদের কার্যালয় থেকে এ তথ্য করা হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, সিরিয়ার সাবেক ফার্স্ট লেডি ও প্রয়াত প্রেসিডেন্ট হাফেজ আল আসাদের স্ত্রী আনিসা দামেস্কের একটি হাসপাতালে মারা গেছেন। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। ২০১২ সালে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কালো তালিকাভুক্ত হওয়ার আগে চিকিৎসার জন্য তিনি প্রায়ই জার্মানি সফর করতেন।

সিরিয়ার লাতাকিয়া প্রদেশের সংখ্যালঘু আলাউতি সম্প্রদায়ের ধনাঢ্য পরিবারের সন্তান ছিলেন আনিসা। ১৯৫৭ সালে তিনি হাফেজের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন। বিয়ের পর জনসম্মুখে তার উপস্থিতি ছিল বিরল। তাদের পাঁচ সন্তানের মধ্যে তিনজন এখনো জীবিত আছেন।

১৯৯৪ সালে বাশারের বড় ভাই বাসেল সড়ক দুর্ঘটনায় নিহত হন। বেঁচে থাকলে বাবা হাফেজ আল আসাদের পর তিনি সিরিয়ার পরবর্তী প্রেসিডেন্ট হতেন। অপর ভাই মাজদ ২০০৯ সালে অজ্ঞাত এক রোগে মারা যান। বাশারের ছোট ভাই মাহেল সিরিয়ার সেনাবাহিনীর একজন জেনারেল হিসেবে কর্মরত আছেন।

বুশরা নামে বাশারের একমাত্র বোন রয়েছে। ২০১২ সালে বোমা হামলায় তার স্বামী সিরিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী আসিফ শাওকাত নিহত হলে বুশরা সংযুক্ত আরব আমিরাতে চলে যান।

এসআইএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।