২ ডাক্তার ৩ নার্স দিয়ে চলছে শিশু চিকিৎসা


প্রকাশিত: ০৫:৩৪ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

ঝিনাইদহে ঠান্ডাজনিত শিশু রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। প্রতিদিনই বাড়ছে এ সংখ্যা। শয্যা সংখ্যার দশ গুণেরও অধিক পরিমাণ শিশু ঠাসাঠাসি করে রাখতে হচ্ছে ঝিনাইদহ সদর হাসপাতালে। তবে সবচেয়ে বড় সমস্যা ২ জন ডাক্তার এবং ৩ জন স্টাফনার্স দিয়ে রাতদিন চলছে এ চিকিৎসা।

ঝিনাইদহ সদর হাসপাতালের শিশু রোগ বিশেষজ্ঞ ডা.রআনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, গত কয়েক দিনে ঠান্ডায় শিশু রোগীর সংখ্যা বেড়ে গেছে। কিন্তু ঝিনাইদহ সদর হাসপাতালে শিশু রোগীর অনুমোদিত বেডের সংখ্যা ৮টি। আর এখানে বর্তমানে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে ১০৪ জন শিশুকে।

Jhenaidah

তিনি আরও বলেন, সবচেয়ে বড় সমস্যা দুই ডাক্তার এবং তিনজন স্টাফনার্স দিয়ে রাত দিন ২৪ ঘণ্টা চলছে নিউমোনিয়া, ডায়রিয়া, সর্দি-কাশিসহ নানা রোগের চিকিৎসা। শয্যা ও জনবলের কারণে চিকিৎসাসেবা দিতে চরম হিমশিম খেতে হচ্ছে।

Jhenaidah

তিনি বলেন, এই ঠান্ডায় শিশুকে গরম স্থানে রাখতে হবে যে কোন প্রকার ধোঁয়া থেকে রক্ষা করতে হবে। রোগে আক্রান্ত হয়েছে এমন কোন রোগীর পাশে রাখা যাবে না। পরিষ্কার হাতে শিশুকে ধরলে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকে।

এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।