মুগদায় বাবা-মায়ের সঙ্গে অভিমানে স্কুলছাত্রের আত্মহত্যা
রাজধানীর মুগদায় মো. শরীফ নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, বাবা-মায়ের সঙ্গে অভিমান করে কীটনাশক পানে আত্মহত্যা করেছে সে।
শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মান্ডা বটতলা মসজিদ গলি এলাকায় এই ঘটনা ঘটে। দুপুর সাড়ে ১২টায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
নিহতের গ্রামের বাড়ি কুমিল্লার দেবীদ্বারে। সে মুগদার মান্দা বটতলা এলাকায় পরিবারের সঙ্গে থাকতো।
মুগদা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহ আব্দুল আজিজ বলেন, আমরা খবর পেয়ে মুগদা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয় মরদেহ।
এসআই জানান, নিহতের বাবা একজন রিকশাচালক ও মা মনোয়ারা বেগম একটি হোটেলে চাকরি করেন। আর শরিফ একটি স্থানীয় স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। বাবা-মা ঠিকমতো টাকার যোগান না দেওয়ায় অভিমান করে সে কীটনাশক পানে আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।
জেডএইচ/জেআইএম