আজকের ধাঁধা : ০৭ ফেব্রুয়ারি ২০১৬


প্রকাশিত: ০৪:৩৯ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

ধাঁধা :
১. ‘কোলের মাঝে কি বসাবে,
     বসন্তে দেখা পাবে।’

২. ‘কেবলি বাড়িয়া যায়,
     কভু যেন না কমে।
     জগতের এ রীতি,
     বুঝিতে না পারে।’

৩. ‘কেবান যে ফল ভাই,
     লেজে থাকে দাড়ি।
     গা কেটে ধরে ফল,
     খায় নর-নারী।’

৪. ‘কেউ তাকে দেখেনি,
     ছিল না সে কভু।
     সেটা কি কথা,
     বলো দেখি তবু।’

উত্তর :
১. কোকিল
২. বয়স
৩. ভুট্টা
৪. কাল

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।