ঘরের মাঠে পয়েন্ট হারাল লিভারপুল


প্রকাশিত: ০৪:৩৭ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

ঘরের মাঠে এগিয়ে থেকেও অবনমন অঞ্চলে থাকা সান্ডারল্যান্ডের সঙ্গে ড্র করে পয়েন্ট হারিয়েছে লিভারপুল। শনিবার অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-২ গোলে ড্র করেছে ইয়ুর্গেন ক্লপের দল।

ঘরের মাঠে ম্যাচের ২০ মিনিটে প্রথম সুযোগ পায় লিভারপুল। তবে স্পেনের ডিফেন্ডার আলবের্তো মরেনোর নিচু কোনাকুনি শটটি দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন সান্ডারল্যান্ড গোলরক্ষক। ম্যাচের ৪৪ মিনিটে ব্রাজিলের মিডফিল্ডার রবের্তো ফিরমিনোর জোরালো শট একটুর জন্যে লক্ষ্যভ্রষ্ট হলে গোলশূন্য সমতাতেই বিরতিতে যায় স্বাগতিকরা।  
 
বিরতি থেকে ফিরে ৫৯ মিনিটে গোল করে দলকে লিড এনে দেন ফিরমিনো। ম্যাচের ৭০ মিনিটে ব্যবধান দিগুণ করেন লালানা। ফিরমিনোর কাছ থেকে বল পেয়ে  ৮ গজ দূর থেকে বল জালে পাঠাতে কোনো ভুল করেননি এই তারকা।   
 
ম্যাচের ৮২ মিনিটে সান্ডারল্যান্ডের হয়ে ফ্রি-কিক থেকে গোল করে ব্যবধান কমান অ্যাডাম জনসন। আর অ্যানফিল্ডের হতাশা বাড়িয়ে ৮৮তম মিনিটে ১০ গজ দূর থেকে বল জালে পাঠান জার্মেইন ডিফো। বাকি সময় আর গোল না হলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল। এই ড্রয়ের পর ২৫ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে নবম স্থানে নেমে গেছে লিভারপুল।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।