দৌলতদিয়া-পাটুরিয়ায় নৌচলাচল শুরু
সাড়ে ৪ ঘ্ণ্টা বন্ধ থাকার পর রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে আবার ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে রোববার ভোর ৪টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এতে মাঝ নদীতে যানবাহন নিয়ে আটকা পড়ে ৫টি ফেরি।
ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট প্রান্তে নদী পারাপারের অপেক্ষায় যানবাহনের কিছু চাপ লক্ষ্য করা গেছে। এতে চরম বিপাকে পড়েছে শিশু, বৃদ্ধ, নারী ও রোগীরা।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ৩টার সময় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এতে কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়। কিছু সময় পর ফেরি চলাচল চালু হলে আবার কুয়াশা বেড়ে যাওয়ায় রাত ৪টা থেকে পুনরায় বন্ধ রাখা হয়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ার কারণে নৌযান চলাচল ঝুকিপূর্ণ হওয়ায় রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে অবস্থান করছে ৫টি ফেরি।
তিনি আরও বলেন, কুয়াশার তীব্রতা কেটে গেলে পুনরায় আবার ফেরি চলাচল শুরু হবে।
রুবেলুর রহমান/এসএস/এমএস