আজকের এই দিনে : ০৭ ফেব্রুয়ারি ২০১৬
১৭০০ খ্রিস্টাব্দের এই দিনে ফরাসি ভৌগোলিক ও মানচিত্রকার ফিলিপ বুয়েশের জন্ম।
১৭৯২ খ্রিস্টাব্দের এই দিনে অস্ট্রিয়া ও প্রুশিয়া ফ্রান্সের বিরুদ্ধে আঁতাত করে।
১৮১২ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজ ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের জন্ম।
১৮৩৭ খ্রিস্টাব্দের এই দিনে ‘অক্সফোর্ড নিউ ইংলিশ ডিকশনারি’র সম্পাদক জেমস হেনরি মারি জন্মগ্রহণ করেন।
১৮৫৬ খ্রিস্টাব্দের এই দিনে অযোধ্যার নবাব ওয়াজিদ আলী ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে আত্মসমর্পণ করেন।
১৮৬৫ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজি ‘পলমল গ্যাজেট’ প্রথম প্রকাশিত হয়।
১৮৭০ খ্রিস্টাব্দের এই দিনে অস্ট্রীয় মনস্তত্ত¡বিদ আলফ্রেড এ্যাডলারের জন্ম।
১৮৭১ খ্রিস্টাব্দের এই দিনে আমাশা রোগের জীবাণু আবিস্কারক জাপানি জীবণুবিদ শিগা কিয়োশির জন্ম।
১৮৮৫ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের ঔপন্যাসিক, ছোটগল্প লেখক ও নাট্যকার সিনক্লেয়ার লুইস এর জন্ম।
১৮৯৪ খ্রিস্টাব্দের এই দিনে বিখ্যাত সুর স্রষ্টা এবং সেক্সাফোনের আবিষ্কারক এডলফ সক্স ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।
১৯০৪ খ্রিস্টাব্দের এই দিনে চিত্রশিল্পী বিনোদবিহারী মুখোপাধ্যায় জন্মগ্রহণ করেন।
১৯৫৮ খ্রিস্টাব্দের এই দিনে ইংরেজ বিজ্ঞান লেখক ম্যাট রিডলি এর জন্ম।
১৯৭৪ খ্রিস্টাব্দের এই দিনে মধ্য আমেরিকায় অবস্থিত ছোট্ট দেশ গ্রানাডা স্বাধীনতা লাভ করে ।
১৯৭৯ খ্রিস্টাব্দের এই দিনে সাহিত্যিক কমলকুমার মজুমদার মৃত্যুবরণ করেন।
১৯৮২ খ্রিস্টাব্দের এই দিনে বিপ্লবী কমিউনিস্ট নেতা ও মার্কসবাদী লেখক অনিল মুখার্জি মৃত্যুবরণ করেন।
১৯৯১ খ্রিস্টাব্দের এই দিনে পরিত্যক্ত সোভিয়েত মহাকাশকেন্দ্র স্যালিউট-৭ ভূবায়ুম-লে প্রবেশ করার পর আগুন বৃষ্টির মতো আর্জেন্টিনার আন্দিজ পর্বত এলাকায় ভেঙে পড়ে।
১৯৯২ খ্রিস্টাব্দের এই দিনে অভিন্ন ইউরোপ গঠনের জন্য চুক্তি সাক্ষরিত হয়।
২০০১ খ্রিস্টাব্দের এই দিনে মার্কিন ভাষাবিজ্ঞানী ও দার্শনিক জেরল্ড ক্যাট্জ এর জন্ম।
এইচআর/এমএস