নারীর ক্ষমতায়নে ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ


প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশ এখন একটি সফল দেশ। পাকিস্তান থেকে বাংলাদেশ সব ক্ষেত্রে এগিয়ে আছে। পাশাপাশি নারীর ক্ষমতায়ন, নারী ও শিশু মৃত্যুর  হার হ্রাসসহ বেশ কিছু সামাজিক ক্ষেত্রে ভারতের চেয়ে বাংলাদেশ এগিয়ে আছে বলে দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

শনিবার রাজধানীর ইস্কাটনে ঢাকা লেডিস ক্লাব আয়োজিত কুসুমকলি স্কুলের ছাত্র-ছাত্রীদের সমাবেশ ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী এ দাবি করেন।

এসময় মন্ত্রী বলেন, এক সময় বাংলাদেশের ৪৪ ভাগ মানুষ দরিদ্র ছিল, এখন তা কমিয়ে ২২ ভাগে নেমে এসেছে। আগামীতে ১০ ভাগে কমিয়ে আনতে সরকার ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। দেশকে দারিদ্রমুক্ত করতে শেখ হাসিনার নেতৃত্বে সরকার পরিকল্পিতভাবে এগিয়ে যাচ্ছে।

মন্ত্রী আরও বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার জন্য তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধু যেমন গরীবের বন্ধু ছিলেন, শেখ হাসিনাও তেমনি দেশের গরীব দুখি মানুষের মুখে হাসি ফোঁটানোর জন্য দিনরাত কাজ করছেন।

তোফায়েল আহমেদ বলেন, ঢাকা লেডিজ ক্লাবের উদ্যোগে পরিচালিত কুসুমকলি বিদ্যালয়ে গরীব ছেলে-মেয়েদের দীক্ষাদান খুবই মহতি উদ্যোগ। বিজিএমইএসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান সহযোগিতা দিয়ে যাচ্ছে। সকল বিত্তবান মানুষকে এ মহতি কাজে সহযোগিতার জন্য এগিয়ে আসতে হবে।

উল্লেখ্য, ঢাকা লেডিজ ক্লাবের তত্ত্বাবধায়নে ঢাকায় ৯টি বিদ্যালয় পরিচালিত হয়ে আসছে। বর্তমানে ছাত্র-ছাত্রীর সংখ্যা ৩৫০ জন। শিক্ষক রয়েছে ১৮ জন। এবছর বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সহায়তায় ৮৫ জন ছাত্র-ছাত্রীকেকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।

ঢাকা লেডিস ক্লাবের সভানেত্রী বেগম গুলশান আনোয়ারা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন, বিজিএমই-এর প্রেসিডেন্ট মো. সিদ্দিকুর রহমান, বিকেএমই-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আসলাম সানী, উইমেন্স চেম্বারের প্রেসিডেন্ট সেলিমা আহমেদ প্রমুখ।

এসআই/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।