১৬ মাস পর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি
প্রায় ১৬ মাস পর জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১২টায় ছাত্রদল দফতর সম্পাদক প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয়।
পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ গুরুত্বপূর্ণ ইউনিটগুলোর কমিটিও ঘোষণা করা হয় ওই বিজ্ঞপ্তিতে।
এর আগে ২০১৪ সালের ১৪ অক্টোবর রাজিব আহসানকে সভাপতি ও আকরামুল হাসানকে সাধারণ সম্পাদক করে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। তখন ১৫৩ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছিল।
দেখুন: ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটির তালিকা। (পিডিএফ)
পড়ুন: ছাত্রদলের আরও খবর।
এমএম/বিএ/আরআইপি