জাপার কেন্দ্রীয় নেতা মহসিনকে গ্রেফতারে খুঁজছে পুলিশ


প্রকাশিত: ০৪:৪৩ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বরিশাল জেলার সাবেক সভাপতি অধ্যক্ষ মহসিন উল ইসলাম হাবুলকে গ্রেফতার করতে খুঁজছে পুলিশ। শনিবার রাত ৭টার দিকে নগরীর ফজলুল হক অ্যাভিনিউয়ে জাতীয় পার্টির মহানগর কার্যালয়ে গ্রেফতারি ও মালামাল ক্রোকের পরোয়ানা নিয়ে হাজির হন কোতয়ালী মডেল থানার এএসআই রিয়াজুল ইসলাম।

তবে সেখানে তাকে (মহসিন উল ইসলাম হাবুল) না পেয়ে পুলিশ সদস্যরা কিছুক্ষণ অবস্থান করে ফিরে আসেন।

ওয়ারেন্ট তামিলের দায়িত্ব পাওয়া কোতয়ালী মডেল থানার এসআই সমীরন মন্ডল জানান, টেলিফোন বিল বকেয়া থাকার কারণে মহসিন উল ইসলাম হাবুলের বিরুদ্ধে মামলা দায়ের হয়। ওই মামলায় সম্প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এরপরও হাজির না হওয়ায় তার বিরুদ্ধে মালামাল ক্রোকের নির্দেশ দেন আদালত।

ওয়ারেন্ট নিয়ে রাতে এএসআই রিয়াজুল ইসলাম তাকে গ্রেফতারের জন্য যান। তবে সেখানে না পেয়ে এএসআই রিয়াজুল ইসলাম ফিরে আসেন। মহসিন উল ইসলাম হাবুলকে গ্রেফতারের জন্য চেষ্টা চালানো হচ্ছে।

বিষয়টি জানতে মহসিন উল ইসলাম হাবুলের মুঠোফোনে ফোন দেয়া হলে তিনি জানান, কয়েক বছর পূর্বে তার ব্যক্তিগত ব্যবহারের জন্য টিঅ্যান্ডটি থেকে ফোন লাইন নেন। কয়েক হাজার টাকা বকেয়া পড়ে। টাকা পরিশোধ করছেন। মাত্র ১৮ হাজার টাকার মতো এখন বকেয়া আছে। আগামীকাল বাকি টাকা পরিশোধ করবেন। তবে এটা দলীয় কোনো বিষয় না। পুলিশ তাকে খুঁজতে কেন দলীয় অফিসে গেল তাও বুঝতে পারছেন না বলে জানান মহসিন উল ইসলাম হাবুল।

সাইফ আমীন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।