ত্যাগের রাজনীতি করেছেন বঙ্গবন্ধু : শেখ সেলিম


প্রকাশিত: ০৪:৩২ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, বঙ্গবন্ধু ভোগের রাজনীতি করেননি, ত্যাগের রাজনীতি করেছেন, তার নেতৃত্বে আমরা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব পেয়েছি। মোস্তাক-জিয়া স্বাধীনতা নামধারী হলেও তারা ছিলেন পাকিস্তানের এজেন্ট।

শনিবার দুপুরে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লালমাই ডিগ্রি কলেজ মাঠে দক্ষিণ জেলা আওয়ামী লীগের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু যখন যুদ্ধবিধ্বস্ত দেশকে অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখন মীর জাফরেরা বঙ্গবন্ধুকে হত্যা করে। তাকে হত্যার পর ২১ বছরে যুদ্ধাপরাধীদের মুক্ত করে দেয় জিয়াউর রহমান। পৃথিবীতে এমন কোনো দেশ নেই যেখানে হত্যার বিচার হয়নি এবং স্বাধীনতার পরাজিতরা দেশ শাসন করে। জিয়াউর রহমান নিজে বেঁচে যাওয়ার জন্য আইন করে বঙ্গবন্ধু হত্যার বিচার বন্ধ করেছিলেন।

তিনি আরো বলেন, পাকিস্তান দূতাবাস বাংলাদেশে থাকলে জঙ্গি তৎপরতা বাড়বে এবং বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। তাই পাকিস্তান দূতাবাস বাংলাদেশে থাকার কোনো যৌক্তিকতা নেই।

কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) এমপির সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য রাখেন, রেলপথ মন্ত্রী মো. মুজিবুল হক, দলের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আইনবিষয়ক সম্পাদক ও সাবেক আইনমন্ত্রী অ্যাড. আবদুল মতিন খসরু প্রমুখ।

সম্মেলন শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল (লোটাস কামাল) সভাপতি এবং রেল পথমন্ত্রী মো. মুজিবুল হককে সাধারণ সম্পাদক করে আগামী তিন বছরের জন্য কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা দেন শেখ সেলিম।

কামাল উদ্দিন/এআরএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।