বাংলাদেশকে ২০ ব্রডগেজ ডিজেল লোকোমোটিভ দেবে ভারত
বাংলাদেশকে ২০টি ব্রডগেজ ডিজেল লোকোমোটিভ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ভারত। পাশাপাশি বাংলাদেশ-ভারত রেলসংযোগের উন্নয়নে আরও কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার চারদিনের সরকারি সফরে বাংলাদেশের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ লোকোমোটিভ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে নয়াদিল্লি।
সূত্র জানায়, বাংলাদেশের অভ্যন্তরীণ রেলসংযোগ উন্নয়নে বেশ কিছু পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এগুলো হলো টঙ্গী-আখাউড়া লাইনকে ডুয়েলগেজে রূপান্তর, বাংলাদেশ রেলওয়েতে রেলওয়ে রোলিং স্টক সরবরাহ, ভারতীয় রেলওয়ের স্বনামধন্য প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহের মাধ্যমে বাংলাদেশ রেলওয়ের কর্মীদের সক্ষমতা বৃদ্ধিকরণ, বাংলাদেশ রেলওয়ের সেবার উন্নতি নিশ্চিতে আইটি-সংক্রান্ত সহযোগিতা প্রদান।
বাংলাদেশ-ভারত রেলসংযোগের উন্নয়নে নেওয়া হয়েছে কিছু নতুন উদ্যোগ। এগুলো হলো কাউনিয়া-লালমনিরহাট-মোগলঘাট-নিউ গীতালদহ রেলসংযোগ, হিলি ও বিরামপুরের মধ্যে রেলসংযোগ স্থাপন, বেনাপোল-যশোর রেলপথ ও সিগন্যালিং ব্যবস্থা এবং রেলস্টেশনের মানোন্নয়ন, বুড়িমারী ও চ্যাংড়াবান্ধার মধ্যে রেলসংযোগ পুনঃস্থাপন, সিরাজগঞ্জে একটি কনটেইনার ডিপো নির্মাণ ইত্যাদি।
এইচএ/এএএইচ/জিকেএস