সোনারগাঁয়ের বড় সর্দারবাড়ি পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থান
সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, নারায়ণগঞ্জে সোনারগাঁয়ের পানাম নগরী নগরের সংস্কার করা শেষ হলে তার সৌন্দর্য দেখে দেশি-বিদেশি পর্যটক আসবে বলে আমি বিশ্বাস করছি। পানাম নগরীর সৌর্দযে এক দিকে বাংলাদেশের ভাবমূর্তি যেমন উজ্জল হবে, তেমনি অর্থনীতিও সমৃদ্ধ হবে।
শনিবার নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্ত্বরের বড় সর্দার বাড়ির কাজ পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বড় সর্দার বাড়ির রেস্টোরেশন কাজ প্রায় শেষ পর্যায়ে। বড় সর্দার বাড়ি পর্যটকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। বড় সর্দার বাড়ির ন্যায় দক্ষিণ কোরিয়ার সহায়তায় আগামীতে পানাম নগরীর সংস্কার কাজে হাত দেয়ার প্রত্যাশ করছি।
এদিকে এসময় উপস্থিত দুই দেশের রাষ্ট্রদূতরা বড় সর্দার বাড়ির রেস্টোরেশন কাজের অগ্রগতি দেখে সন্তোষ প্রকাশ করেন। পরে মন্ত্রীর নেতৃত্বে উভয়দেশের রাষ্ট্রদূত ও তাদের সফর সঙ্গীরা ফাউন্ডেশন চত্ত্বরে আয়োজিত মাসব্যাপী মেলা ও প্রাচীন জনপদ পানাম নগরী ঘুরে দেখেন।
এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত, নেদারল্যান্ডের রাষ্ট্রদূত, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজ, প্রত্নতত্ত্ব অধিদফতরের মহাপরিচালক আলতাফ হোসেন, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক কবি রবীন্দ্র গোপ, সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু নাছের ভুঞাঁ প্রমুখ।
শাহাদাত হোসেন/এমএএস/আরআইপি