হারপিক পানে গৃহবধূর আত্মহত্যা


প্রকাশিত: ০১:৫৪ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

পারিবারিক কলহের জের ধরে রাজশাহী মহানগরীর ডাঁশমারী এলাকায় হারপিক পান করে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। নিহত ডলি বেগম (২৬) ওই এলাকার সোহেল রানার স্ত্রী।

শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

গৃহবধূর পারিবার সূত্রে জানা যায়, সকালে স্বামী সোহেল রানার সঙ্গে গৃহবধূ ডলি বেগমের কথা কাটাকাটি হয়। এরপর স্বামী সোহেল রানা বাড়ি থেকে বের হয়ে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে দুপুরের দিকে ডলি বেগম হারপিক পান করে অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের অন্য সদস্যরা বিষয়টি জানতে পেরে ডলিকে রামেক হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, বিষয়টি তিনি শুনেছেন। বিকেলে এ বিষয়ে মতিহার থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।

শাহরিয়ার অনতু/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।