লোক দেখানো ফ্লাইওভার উন্নয়ন নয় : রিজভী


প্রকাশিত: ০১:৪১ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, উন্নয়নের ছোঁয়া তৃণমূলে পৌঁছে দিতে হলে গণতন্ত্র অপরিহার্য। ঢাকায় লোক দেখানো কয়েকটি ফ্লাইওভার আর যেখানে সেখানে ভিত্তি প্রস্তর স্থাপন করে উন্নয়ন দেখালেই উন্নয়ন হয় না। গ্রাম-গঞ্জে ও শিল্প কল-কারাখানায় আজ বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকায় কারখানাগুলো কর্মী ছাঁটাই করছে।

শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘গণতন্ত্র বিকাশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’- শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘শহীদ জিয়ার ১৯ দফা বাস্তবায়ন পরিষদ’ নামের একটি সংগঠন এ সভার আয়োজন করে। জনগণ ও গণতন্ত্রকে বাদ দিয়ে সরকার উন্নয়নের কথা বলে কৌশলী অবস্থান নিয়েছে এমন দাবি করে রিজভী আহমেদ বলেন, এখন গণতন্ত্রের আগে উন্নয়নের কথা বলা হচ্ছে। অথচ গণতন্ত্র দুমড়ে-মুচড়ে উন্নয়ন হয় না। উন্নয়ন হয়েছে হলমার্ক, সোনালী ব্যাংকে, আওয়ামী লীগের মন্ত্রী-এমিপি, ছাত্রলীগ-যুবলীগ, চাঁদাবাজি-টেন্ডারবাজি ও ভর্তি বাণিজ্যের মধ্য দিয়ে। এছাড়া দেশের আর কোথাও উন্নয়নের ছোঁয়া নেই।

বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে পার্থক্য রয়েছে দাবি করে রিজভী আহমেদ বলেন, আওয়ামী লীগ ‘বাঙালি জাতীয়তাবাদ’র কথা বলে। তারা মিথ্যা ও বিভ্রান্তির পক্ষে এবং সার্বভৌমত্বের বিপক্ষে। অন্যদিকে, বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলে। তারা মিথ্যা ও বিভ্রান্তির বিপক্ষে এবং সার্বভৌমত্বের পক্ষে। এই হলো আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. খলিলুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কে এম খালেকুজ্জামান জুয়েলের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন- পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আব্দুল লতিফ মাসুম, বিএনপির সহ-প্রচার সম্পাদক ইমরান সালেহ প্রিন্স, জাসাস সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান প্রমুখ।

এমএম/এসএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।