হাতিরঝিলে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত


প্রকাশিত: ০১:২২ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর রামপুরা সংলগ্ন হাতিরঝিলে জিপের ধাক্কায় রায়হান নামের ৭/৮ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত রায়হানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া ৬ টায় তাকে মৃত ঘোষণা করেন।

তেজগাঁও শিল্পাঞ্চল ট্রাফিক জোনের সহকারী কমিশনার আবু ইউসুফ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রায়হানের মামাতো ভাই আল-আমীন জানান, বিকেলে হাতিরঝিল সড়কের খেলার সময় একটি পাজেরো গাড়ি তাকে ধাক্কা দেয়। আহত অবস্থায় ঢামেকে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

রায়হান রামপুরার অ্যাডভান্সড নিউ মডেল স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল। তার বাবা মো. লিটন একজন ভ্যান চালক।

এদিকে ময়নাতদন্তের জন্য রায়হানের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।

এআর/জেইউ/এসএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।