সানি লিওনের ভক্ত হৃতিক!
বলিউডে সানি লিওনকে নিয়ে বরাবরই মাতামাতি হয়। সেখানে অনেক অভিনেতারাই সানির ভক্ত। যেমন- এরআগে আমির খান তার সঙ্গে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছিলেন। এবার সেই তালিকায় নাম লেখালেন হৃতিক রোশনও।
হৃতিক চাইছেন তার পরবর্তী হোম প্রোডাকশনের আইটেম গানে নাচবেন সানি। এমন খবরই প্রচার করেছে বি-টাউন। গণমাধ্যমটি আরো বলছে, `সঞ্জয় গুপ্ত পরিচালিত ‘কাবিল’ ছবিতে হৃতিকের ইচ্ছেতেই থাকবেন সানি লিওন। চলতি মাসেই শুরু হতে পারে এ ছবির শুটিং।`
তবে প্রযোজক রাকেশ রোশন জানিয়েছেন, ‘আমরা সানির সঙ্গে কথাবার্তা বলছি। কিন্তু কোনও কিছুই এখনও চূড়ান্ত হয়নি।’
তিনি আরো বলেন, ‘কাবিল’-এ অনেক নায়িকা রয়েছেন। হৃতিকের বিপরীতে অভিনয় করবেন ইয়ামি গৌতম। এ ছাড়াও থাকবেন করিনা কপূর, পরিণীতি চোপড়া, অনুষ্কা শর্মা।`
এদিকে হৃতিকের পরের ছবি আশুতোষ গোয়ারিকরের মহেঞ্জোদারো মুক্তি পেতে পারে ১২ অগস্ট। এই ছবির হাত ধরেই অনেক দিন পর বক্স অফিসে বাজিমাত্ করতে চাইছেন বলিউডের সুদর্শন নায়ক হৃতিক।
এনই/এএইচ/আরআইপি