মাদকবিরোধী অভিযানকালে পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ


প্রকাশিত: ১২:১৭ পিএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যাবের মাদকবিরোধী অভিযানকালে মাদক ব্যবসায়ীদের সঙ্গে গুলি বিনিময়কালে র‌্যাবের ভুলের কারণে ও লক্ষ্যভ্রষ্ট গুলিতে হাসান নামে চৌদ্দগ্রাম থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাস্থল থেকে ৩০ কেজি গাঁজাসহ ফয়সাল নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার গভীর রাতে জেলার চৌদ্দগ্রাম ঘোলপাশার ইউনিয়নের বাবুর্চি গ্রামে এ ঘটনা ঘটে। র‌্যাব ও পুলিশ সূত্রে জানা যায়,  শুক্রবার রাত ১১টার দিকে কুমিল্লা র‌্যাব-১১ এর একটি দল উপজেলার ঘোলপাশার ইউনিয়নের বাবুর্চি গ্রামে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় ৩০ কেজি গাঁজাসহ শালুকিয়া গ্রামের দুলাল মিয়ার ছেলে ফয়সালকে (৩০) আটক করা হয়। ওই অভিযানে এক পর্যায়ে মাদক ব্যবসায়ীরা ডাকাত-ডাকাত বলে চিৎকার শুরু করলে গ্রামবাসীরা লাঠিসোটা নিয়ে র‌্যাব সদস্যদের উপর হামলা চালান।

খবর পেয়ে কুমিল্লা থেকে র‌্যাবের অতিরিক্ত সদস্য এবং চৌদ্দগ্রাম থানা পুলিশের এসআই. ইব্রাহীম ও এ.এস.আই. হাসান পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‌্যাব সদস্যরা শর্টগানের গুলি চালালে ভুলবশত তা লক্ষ্যভ্রষ্ট হয়ে র‌্যাব সদস্যদের সহায়তা করতে যাওয়া পুলিশের এএসআই হাসান গুলিবিদ্ধ হন। তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর উন্নত চিকিৎসার জন্য শনিবার দুপুরে ঢাকা চক্ষু ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ হোসেন জাগো নিউজকে জানান, রাতের অন্ধকারে র‌্যাবের ভুলের কারণে অনাকাঙ্খিতভাবে এএসআই হাসানের চোখে গুলি লাগে। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়া হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত  থানায় মামলা হয়নি।

মো. কামাল উদ্দিন/এমজেড/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।