ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
ঝিনাইদহের কালীগঞ্জে ছাদ থেকে পড়ে রাজন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে পৌর এলাকার বাবরা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রাজন কালীগঞ্জ শহরের বাবরা গ্রামের মিন্টু মিয়ার ছেলে।
পৌরসভার ৬নং ওয়ার্ডের কমিশনার আনোয়ার হোসেন জানান, সকালে নিজবাড়ির ছাদে খেলার সময় পড়ে যায় রাজন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে যশোর জেনারেল হাসপাতালে হস্তান্তর করা হয়। এরপর দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কালীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এফএ/এআরএ/এবিএস