বাসে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে টাকা-মোবাইল খোয়ালেন যুবক
রাজধানীর কাকরালে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে মো. সোহেল রানা (২৫) নামের এক যুবক নগদ ৫০ হাজার টাকা ও দুটি মোবাইলফোন খুইয়েছেন। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়। পরে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।
সোহেলকে নিয়ে আসা ভাই মো. শরীফ বলেন, আমার ভাই আজ সকালে চাঁদপুর থেকে ঢাকায় আসে। সে সৌদি আরব যাওয়ার জন্য কাগজপত্র ঠিক করতে ট্রাভেলস এজেন্সিতে যাওয়ার জন্য সদরঘাট থেকে একটি বাসে উঠে। ওই বাসের মধ্যে কয়েকজন অজ্ঞান পার্টির সদস্য কৌশলে তার কাছে থাকা নগদ ৫০ হাজার টাকা ও দুটি মোবাইল নিয়ে পালিয়ে যায়।
পরে অজ্ঞান অবস্থায় কাকরাইল এলাকায় ফেলে রাখলে তার কাছে থাকা আইডি কার্ড থেকে ফোন নম্বর নিয়ে আমাদের ফোন দিলে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি। পরে পাকস্থলীর ওয়াশ দিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, কাকরাইল এলাকা থেকে এক যুবককে অজ্ঞান করে তার কাছে থাকা ৫০ হাজার টাকা ও দুটি মোবাইল নিয়ে যায়। তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে পাকস্থলী ওয়াশ দিয়ে মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়।
কাজী আল আমিন/এমআইএইচএস/এএসএম