পর্যটন নগরী বান্দরবানে পরিচ্ছন্নতা অভিযান


প্রকাশিত: ১০:৩৪ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

‘দেশটাকে পরিষ্কার করি’ এই স্লোগান বান্দরবানে পালিত হয়েছে পরিচ্ছন্নতা অভিযান। পরিবর্তন চাই নামে একটি সামাজিক সংগঠনের ব্যানারে এই অভিযানে নেতৃত্ব দেন বান্দরবান পৌরসভার মেয়র মো. ইসলাম বেবী।

শনিবার সকালে শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চ থেকে পৌরসভা কার্যালয় পর্যন্ত অভিযানটিতে পৌরসভার কাউন্সিলর, পুলিশ, সামাজিক-সাংস্কৃতিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় দেড়শ স্বেচ্ছাসেবক অংশ নেন। এর আগে পরিচ্ছন্নতা অভিযানে অংশগ্রহণকারীরা শহর পরিচ্ছন্ন রাখার অঙ্গিকার করে শপথ বাক্য পাঠ করেন।

অভিযানে পৌর মেয়র বলেন, পৌর এলাকা পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সহায়তা দরকার। একটি পর্যটন নগরী হিসেবে বান্দরবানকে গড়ে তুলতে হলে দূষণমুক্ত পরিবেশের কোনো বিকল্প নেই। শীঘ্রই বান্দরবান শহরকে দখল, দূষণ ও আবর্জনামুক্ত ঘোষণা করা হবে বলে জানান তিনি।

সৈকত দাশ /এফ এ/এমজেড/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।