বিডিবিএলের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডের (বিডিবিএল) বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০১৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাজধানীর বিডিবিএল ভবনে ব্যাংকের কনফারেন্স রুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. ইয়াছিন আলী এবং বিশেষ অতিথি হিসেবে ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক শাহাবুদ্দিন আহমেদ, মো. এখলাছুর রহমান, মুস্তাক আহমদ ও মো. আবু হানিফ খান উপস্থিত ছিলেন।
ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ড. মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জালালউদ্দিন ও মো. ওয়াহিদুজ্জামান খন্দকার।
এসআই/এসএইচএস/আরআইপি