আইপিএলে একই দলে দুই মুস্তাফিজ


প্রকাশিত: ০৮:৫৯ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

সম্প্রতি ভারত জাতীয় দলে ডাক পাওয়া তরুণ পেসারকে ব্রেন্ডার স্রানকে নিয়ে মাতামাতি শুরু করেছে দেশটির মিডিয়া। ভারতীয় মিডিয়া ইতোমধ্যে স্রানকে তুলনা করা শুরু টাইগার বোলার মুস্তাফিজের সঙ্গে। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বাংলাদেশ ও ভারতের মুস্তাফিজকে একই দলের হয়ে খেলতে দেখা যাবে। মুস্তাফিজ ও স্রান আইপিএলের নবম আসরে সানারাইজার্স হায়দারাবাদের হয়ে খেলবেন।

শনিবার ব্যাঙ্গালোরে অনুষ্ঠিন নিলামে মুস্তাফিজকে ১ কোটি ৪০ লাখ রুপিতে (১ কোটি ৬২ লাখ টাকা প্রায়) কিনে নেয় সানরাইজার্স হায়দারাবাদ। এর কিছুক্ষণ পরই ‘ভারতের মুস্তাফিজ’ স্রানকে ১ কোটি ২০ লাখ রুপিতে দলে ভেড়ায় তারা।

মুস্তাফিজ ও স্রানের সানরাইজার্সে আরো যারা খেলবেন তারা হলেন- যুবরাজ সিং, ময়সেস হেনরিক, কর্ন শর্মা, ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসন, এউইন মরগান, ট্রেন্ট বোল্ট, শেখর ধাওয়ান, আশিষ নেহরা, অভিমন্যু মিথুন, নমন ওঝা, ভুবনেশ্বর কুমার।

এমআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।