আশুলিয়ায় সুতা কারখানায় আগুন


প্রকাশিত: ০৮:৫১ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

সাভারে আশুলিয়ায় একটি সুতা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ডিইপিজেড, ধামরাই ফায়ার সার্ভিসের ৪ ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

শনিবার সকাল পৌনে ১১টার দিকে আশুলিয়ার বাইশমাইল বেলতলা এলাকার জিন্সটাউন নামের সুতা তৈরির কারখানায় এই ঘটনা ঘটে।

ডিইপিজেড ফায়ার সার্ভিসের জেষ্ঠ্য কর্মকর্তা আব্দুল হামিদ জানান, পরিত্যাক্ত তুলা থেকে সুতা তৈরির টিনশেডের ওই কারখানায় হঠাৎ ধোয়া ও আগুন দেখতে পায় কারখানার শ্রমিকরা। এসময় তারা নিজস্ব পানির উৎস থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়।

কিন্তু আগুন পুরো কারখানার ছড়িয়ে পড়লে কারখানা কর্তৃপক্ষ ও স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৩টি ও ধামরাই ফায়ার সার্ভিসের ১টি ইউনিট প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তিনি আগ্নিকাণ্ডে কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান তাৎক্ষনিক জানাতে পারেনি।

আল-মামুন/এএইচ /এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।