টেকনাফে দুই মানবপাচারকারী গ্রেফতার
টেকনাফে পুলিশ অভিযান চালিয়ে শীর্ষ ২ মানবপাচারকারী নারী-পুরুষকে গ্রেফতার করেছে। শনিবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা সৈয়দ আমিরের ছেলে মোহাম্মদ উল্লাহ (৩৫) ও হোয়াইক্যং ইউনিয়নের কম্বনিয়া এলাকার মোহাম্মদ মিয়ার স্ত্রী রেহেনা আক্তার (২৮)।
জানা গেছে, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বাহারছড়া তদন্তকেন্দ্রের এএসআই মাসুমের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। একই সময় এএসআই গোবিন্দ একদল পুলিশ নিয়ে হোয়াইক্যংয়ের কম্বনিয়ায় পাচারকারীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান খোন্দকার তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে মানবপাচারের মামলা রয়েছে এবং আটক মানবপাচারকারীদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সায়ীদ আলমগীর/এসএস/এবিএস