টেকনাফে ইয়াবাসহ মিয়ানমার নাগরিক আটক


প্রকাশিত: ০৮:০৫ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

টেকনাফে পৃথক অভিযান চালিয়ে ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মিয়ানমার নাগিরককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক যুবক মিয়ানমারের মংডু রামুর বিল এলাকার আব্দুস সালাম (৩৫)।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো. আবুজার আল জাহিদ জানান, আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া বিওপির জওয়ানেরা টেকনাফের জাদিমুরা এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ট্যবলেটসহ ওই মিয়ানমারের যুবককে আটক করে।

অপরদিকে ওই বিওপির আওতায় সকাল ৯টার দিকে জাইল্লারদ্বীপ এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি বলে জানা গেছে।

ব্যাটালিয়নের অধিনায়ক আরও জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়নে জমা রাখা হবে যা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও গণমাধ্যমের উপস্থিতিতেই ধ্বংস করা হবে। আটক যুবককে থানায় সোপর্দ করে পৃথক মামলা দায়ের করে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সায়ীদ আলমগীর/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।