কিছু গণমাধ্যম খালেদাকে রাষ্ট্রদ্রোহী বানানোর ‘ষড়যন্ত্র’ করছে


প্রকাশিত: ০৮:০২ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিতর্কিত মন্তব্যের পর তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া প্রসঙ্গে কথা বলতে গিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ অভিযোগ করেছেন, ‘সরকারের কিছু গৃহপালিত গণমাধ্যম খালেদা জিয়াকে রাষ্ট্রদ্রোহী হিসাবে চিহ্নিত করার ষড়যন্ত্র করছে।’ বেগম জিয়া রাষ্ট্রের বিরুদ্ধে কোনো কথা বলেননি বলেও মত দেন তিনি।  

বর্তমান সরকার পদত্যাগ না করলে খুব শিগগির বাংলাদেশের অবস্থা কাশ্মীর, ইরাক, আফগানিস্তান ও সিরিয়ার মতো হবে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে অল কমিনিউটি ফোরাম আয়োজিত ‘কাশ্মীরে জাতিসংঘের ভূমিকা ও দক্ষিণ এশিয়ায় শান্তির বাধা সমূহ’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বিএনপির এ নেতা বলেন, ‘দেশকে ধ্বংস করবেন না। আপনি বঙ্গবন্ধুর কন্যা। তাই দেশকে বিকশিত হতে দেন। চয়েজটা জনগণকে দিন। তাহলে আপনি আবারও ক্ষমতায় আসতে পারেন।’

আয়োজক সংগঠনের সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে আরো বক্তব্য রাখেন-  বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমদ আযম খান, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রমুখ।

এমএম/এনএফ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।