সিরাজগঞ্জে মাইক্রোসহ ৭ ডাকাত আটক


প্রকাশিত: ০৭:৫৩ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০১৬

সিরাজগঞ্জে এবার মাইক্রোবাসসহ যাত্রীবেশী ৭ ডাকাতকে আটক করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম গোলচত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। এর আগে ৩ জানুয়ারি সন্ধ্যায় উল্লাপাড়া থানা পুলিশ বাস ভর্তি যাত্রীবেশী ৩০ ডাকাতকে আটক করে।

আটকরা হলেন- ফরিদপুরের আলমডাঙ্গা উপজেলার কামারগ্রামের বাবুল আক্তার, নগরকান্দা উপজেলার ছাগলদি গ্রামের এনায়েত শেখ, মধুখালি উপজেলার বাগাট গ্রামের জুয়েল রানা, বোয়ালমারি উপজেলার গজিরদি গ্রামের রফিকুল ইসলাম, গোপালগঞ্জ জেলার কাশিয়ালি উপজেলার কামারুল গ্রামের উজ্জ্বল মোল্লা, মকছেদপুর উপজেলার কাউনিয়া গ্রামের সাইফুল ইসলাম তুহিন ও ঢাকা জেলার দোহার উপজেলার জয়পাড়ার স্বাধীন।

বঙ্গবন্ধু সেতু থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম জাগো নিউজকে জানান, শুক্রবার রাতে একটি মাইক্রোবাস উত্তরাঞ্চল থেকে ঢাকা যাচ্ছিল। পথে যাত্রীবেশী ডাকাতরা একজন সাদা পোশাকের পুলিশ কনস্টেবলসহ কয়েকজনকে মাইক্রোবাসে তুলে নেয়। পথে টাকা ও মোবাইল কেড়ে নিয়ে তাদের রাস্তার ধারে ফেলে দেয়। বিষয়টি ভুক্তভোগীরা হাটিকুমরুল হাইওয়ে পুলিশকে জানালে হাইওয়ে পুলিশ ঘটনাটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানাকে অবগত করে। এরপর ডাকাতদের বহনকারী  মাইক্রোবাসটি সেতুর গোলচত্বর টোলপ্লাজায় আসলে তাতে পুলিশ তল্লাশি চালায়। সেখানে পুলিশ ৭ ডাকাতকে আটক ও মাইক্রোটি জব্দ করে। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু টাকা ও কয়েকটি মোবাইল উদ্ধার করে। আটকদের থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

বাদল ভৌমিক/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।